ঘটনাটি লাদাখের দৌলত বেগ ওল্ডি এলাকার। এখানে সেনাবাহিনীর অনেক ট্যাংক ছিল। ট্যাংকটি নদী পার হওয়ার জন্য একটি মহড়া চালাচ্ছিল। এ সময় এ দুর্ঘটনা ঘটে। আপনি কি জানতে পেরেছেন?
লাদাখে সেনা জওয়ানদের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে। এলাকায় ট্যাঙ্কের মহড়া চলছিল। এ সময় নদী পারাপারের সময় হঠাৎ পানির স্তর বেড়ে যায়। এতে আটকা পড়েন সেনা সদস্যরা। এই দুর্ঘটনায় সেনাবাহিনীর জেসিও-সহ ৫ জওয়ান শহিদ হয়েছেন।
আজ তকের সঙ্গে যুক্ত মনজিৎ নেগির রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি লাদাখের দৌলত বেগ ওল্ডি এলাকার। এখানে সেনাবাহিনীর অনেক ট্যাংক ছিল। প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে একটি টি-৭২ ট্যাঙ্কও ছিল। নদী পারাপারের জন্য ট্যাংকের ব্যবহার চলছিল। প্র্যাকটিস চলাকালীনই এই দুর্ঘটনা ঘটে। কথিত আছে, ট্যাংকটি নদী পার হওয়ার সময় নদীর প্রবাহ বেড়ে ট্যাংকটি ভেসে যায়। এক প্রতিরক্ষা আধিকারিক জানিয়েছেন, ট্যাঙ্কে ৪-৫ জন সেনা ছিল। আপাতত চলছে উদ্ধারকাজ।